আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৩৭ হাজারেরও বেশি সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকবে বিজিবির কুইক রেসপন্স ফোর্স ও হেলিকপ্টার ইউনিট।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিজিবির ঢাকা সেক্টর কমান্ডার কর্নেল এস এম আবুল এহসান। নির্বাচনকালে রাজধানী ঢাকা ও আশপাশের জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবির প্রস্তুতি ও পরিকল্পনা তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

কর্নেল এস এম আবুল এহসান বলেন, দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত নিরাপদ রেখেই সারা দেশে নির্বাচনী দায়িত্ব পালনে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য মোতায়েন থাকবে। একই সঙ্গে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে কুইক রেসপন্স ফোর্স ও বিজিবির হেলিকপ্টার ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে।

তিনি আরও জানান, নির্বাচন চলাকালে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি কোনো ধরনের লেথাল ওয়েপন বা মারণাস্ত্র ব্যবহার করবে না। শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করাই বাহিনীর মূল লক্ষ্য।

Share.
Exit mobile version