আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের আর মাত্র এক মাস বাকি। গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নির্বাচনের পর তিনি কী করবেন-দেশে থাকবেন নাকি বিদেশে যাবেন-এ নিয়ে জনমনে নানা প্রশ্ন থাকলেও এবার নিজেই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন ড. ইউনূস। তিনি জানান, নির্বাচন পরবর্তী সময়ে তিনি মূলত তিনটি বিষয়ে কাজ করবেন-ডিজিটাল স্বাস্থ্যসেবার উন্নয়ন, তরুণ উদ্যোক্তা সৃষ্টি এবং ‘থ্রি জিরো’ উদ্যোগ অব্যাহত রাখা।

রোববার (১১ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাপানের প্রয়াত প্রধানমন্ত্রী শিনজো আবের সহধর্মিণী আকিয়ে আবের সঙ্গে সাক্ষাৎকালে ড. ইউনূস তার এ পরিকল্পনার কথা জানান। বৈঠকে আকিয়ে আবে তার কাছে নির্বাচন-পরবর্তী কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে তিনি বিষয়গুলো তুলে ধরেন।

পরে রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এসব তথ্য জানান।

তিনি বলেন, ‘এনকারেজমেন্ট অব সোশ্যাল কন্ট্রিবিউশন’ নামের একটি ফাউন্ডেশনের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন আকিয়ে আবে। সাক্ষাৎকালে জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে প্রধান উপদেষ্টার ঘনিষ্ঠ সম্পর্কের স্মৃতিচারণ করা হয়।

প্রধান উপদেষ্টার তিন পরিকল্পনার মধ্যে প্রথমটি হলো ডিজিটাল হেলথকেয়ার ডেভেলপমেন্ট। এর মাধ্যমে দেশের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর, বিশেষ করে নারীদের স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার বাড়ানো এবং প্রবাসী বাংলাদেশিরা যেন ডিজিটাল পদ্ধতিতে তাদের পরিবারের স্বাস্থ্যসেবার খোঁজ রাখতে পারেন-সে ব্যবস্থা করা।

দ্বিতীয় পরিকল্পনা হিসেবে তিনি তরুণ উদ্যোক্তা তৈরির চলমান উদ্যোগ অব্যাহত রাখবেন। আর তৃতীয়ত, দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্যে নামানোর লক্ষ্য নিয়ে শুরু করা ‘থ্রি জিরো’ কর্মসূচির কাজ চালিয়ে যাবেন।

এ সময় ড. ইউনূস জানান, নির্বাচনের পর মার্চের তৃতীয় সপ্তাহে সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে তিনি জাপান সফরে যাবেন। সেখানে একটি কনফারেন্সে অংশ নিয়ে ওশিয়ান রিসার্চসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করবেন।

Share.
Exit mobile version