নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের কাউকে খুঁজে পাওয়া যাবে না। আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘রাজনীতির বর্তমান ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজনীতিতে জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোট নিয়ে যখন মতানৈক্য চলছে, ঠিক সেই সময়ে নাগরিক ঐক্য এ আলোচনা সভার আয়োজন করে। এতে দলটির নয় দফা প্রস্তাবের ওপর ভিত্তি করে ভবিষ্যৎ রাজনৈতিক রূপরেখা উপস্থাপন করা হয়।

সভায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার পাশাপাশি উপস্থিত ছিলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ সমমনা নয়টি দলের নেতাকর্মীরা।

সাইফুল হক বলেন, যারা গত ১৫ বছর জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছিল, তারাই এখন আন্তর্জাতিক গণমাধ্যমে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবি তুলছে-এটা জাতির সঙ্গে তামাশা।

অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে মান্না বলেন, ড. মুহাম্মদ ইউনূসকে সারা পৃথিবী চিনলেও, তিনি দেশে জনগণের সঙ্গে সম্পৃক্ত হতে পারেননি। ঐকমত্য কমিশনও কোনো ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।

তিনি আরও বলেন, এক ব্যক্তি বা পরিবারের হাতে যেন ক্ষমতা কুক্ষিগত না হয়, সেজন্য ক্ষমতার ভারসাম্য তৈরি করতে হবে। নির্বাচনের পর অন্তর্বর্তী সরকারের কাউকে পাওয়া যাবে না-এটাই বাস্তবতা।

মান্না বলেন, সমমনা নয়টি দলকে নিয়ে নাগরিক ঐক্য গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন চালিয়ে যাচ্ছে। ‘এই আন্দোলনের মধ্য দিয়েই যদি বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে ওঠে, তাহলে বিএনপির উদ্বিগ্ন হওয়ার কিছু নেই’ যোগ করেন তিনি।

তিনি আরও আহ্বান জানান, এই ক্রান্তিকালীন সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে-তবে কোনো মাতব্বরি নয়, বরং পারস্পরিক সম্মান ও সহযোগিতার ভিত্তিতে।

Share.
Exit mobile version