রাজধানীর হাবিবুল্লাহ বাহার কলেজে ঢাকা-৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

নাসীরুদ্দীন পাটওয়ারীর মিডিয়া উইংয়ের সদস্য শামিল আবদুল্লাহ অভিযোগ করে বলেন, ছাত্রদল পরিচয়ধারী কিছু ব্যক্তি শিক্ষার্থীরূপে কলেজে প্রবেশ করে অতর্কিতভাবে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালায়। হামলার সময় তারা ‘ধানের শীষ’ স্লোগান দেয়। তাঁর দাবি, হামলাকারীরা বিএনপির নেতা মির্জা আব্বাসের অনুসারী।

ছাত্র শক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা মো. সাইফুল্লাহ বলেন, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নাসীরুদ্দীন পাটওয়ারী হাবিবুল্লাহ বাহার কলেজে একটি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় ছাত্রদলের পরিচয়ে একদল সন্ত্রাসী তাঁর ওপর হামলা চালায়।

জানা গেছে, হাবিবুল্লাহ বাহার কলেজে আয়োজিত একটি পিঠা উৎসবে অতিথি হিসেবে যোগ দিতে গিয়েছিলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। অনুষ্ঠান চলাকালীন উত্তেজনা সৃষ্টি হলে হামলার ঘটনা ঘটে।

এর আগেও নাসীরুদ্দীন পাটওয়ারীর গণসংযোগ কর্মসূচিতে হামলার অভিযোগ ওঠে। গত শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তাঁর ওপর ডিম নিক্ষেপের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, একটি ভবনের ওপর থেকে একাধিক ডিম নিক্ষেপ করা হয়। অন্য একটি ভিডিওতে নোংরা পানি ছুড়ে মারার দৃশ্যও দেখা গেছে।

এ ঘটনায় রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে হামলার ঘটনায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version