ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করার দাবি বাংলাদেশ জামায়াতে ইসলামীর একটি রাজনৈতিক স্লোগান বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
সোমবার (৮ ডিসেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক বছরের অর্জন ও সাফল্য তুলে ধরতে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের আমির ডা. শফিকুর রহমান সম্প্রতি এক কর্মসূচিতে বলেন, তাদের দল ক্ষমতায় গেলে কর্মজীবী নারীদের কর্মসময় ৮ ঘণ্টা থেকে কমিয়ে ৫ ঘণ্টা করা হবে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে শ্রম উপদেষ্টা বলেন,
‘আমি এটিকে রাজনৈতিক স্লোগান হিসেবে দেখছি। আগামীতে ক্ষমতায় গেলে—এই কথাটির মধ্যেই তো বড় ফ্যাক্টর আছে। নারী শ্রমিকরা যদি তাদের এ কথায় ভোট দেন, তাহলে আমার বলার কিছু নেই।’
তিনি আরও বলেন, ‘ভোট দেওয়ার পর যারা ক্ষমতায় বসবেন, তারা তো তখন মাঠের মানুষ থাকবেন না। তখন বাস্তবতা ফেস করতে হবে।’
উদাহরণ টেনে তিনি বলেন,‘নির্বাচনের আগে বিভিন্ন দল নানা স্লোগান দেয়—যেমন ক্ষমতায় গেলে বুড়িগঙ্গাকে দুধের নদী বানিয়ে ফেলবে, ওপর থেকে মান্না-সালওয়া পড়বে, ঘরে বসে থাকলেই চলবে। এগুলো আমরা আগেও দেখেছি।’
বক্তব্য প্রসঙ্গে তিনি মন্তব্য করেন,‘আপনাদের (সাংবাদিক) বাইরে কেউ এটাকে সিরিয়াসলি নিয়েছে বলে আমার মনে হয় না। বাইরে বের হলে তারা আমাকে দু’টা গালি দেবে—সেটাই স্বাভাবিক।’
তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দলগুলো ক্ষমতায় না থাকলে অনেক কিছুই বলতে পারে। আমি যদি না থাকি, বলতেই পারি প্রতিদিন এখানে এসে আপনাদের বিরিয়ানি খাওয়াবো। কিন্তু ক্ষমতায় গেলে বলবো-ফান্ড নেই। এটা আপনারাও জানেন, আমিও জানি-প্রত্যেক রাজনৈতিক দল নতুন নতুন স্লোগান দেবে।’
ম্যাংগোটিভি / আরএইচ

