অবশেষে খুলে দেওয়া হচ্ছে কক্সবাজারের টেকনাফের প্রবালসমৃদ্ধ দ্বীপ সেন্টমার্টিন। আগামী ১ নভেম্বর থেকে প্রতিদিন সর্বোচ্চ ২ হাজার পর্যটক ভ্রমণ করতে পারবেন দ্বীপটিতে।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সচিবালয়ের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান।

তিনি বলেন, ‘আগামী ১ নভেম্বর থেকে সেন্টমার্টিন খুলে দেওয়া হবে। প্রতিদিন ২ হাজার পর্যটক যেতে পারবেন। প্রথম দুই মাস কেবল ডে-ট্যুরের সুযোগ থাকবে। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে রাতে থাকার অনুমতি দেওয়া হবে।’

দীর্ঘদিন দ্বীপটি বন্ধ থাকার বিষয়ে সচিব জানান, এ সময়ে সেখানে প্রাকৃতিকভাবে অনেক শৈবাল ফিরে এসেছে এবং সৌন্দর্য আগের চেয়ে বেড়েছে। ‘আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের দেশের জন্য একটি সম্পদ, বলেন তিনি।

পর্যটকদের জন্য বিশেষ আচরণবিধি তৈরি করা হয়েছে। সচিব বলেন, দর্শনার্থীরা যদি নির্ধারিত নিয়ম মেনে চলেন এবং প্লাস্টিক ব্যবহার বর্জন করেন, তবে পর্যটকের সংখ্যা আরও বাড়ানো হবে।

এছাড়া সেন্টমার্টিন ভ্রমণে নিবন্ধন প্রক্রিয়া সহজ করতে একটি সফটওয়্যার চালু করা হয়েছে, যার মাধ্যমে পর্যটকদের রেজিস্ট্রেশনের ভিত্তিতে দ্বীপে যাওয়ার অনুমতি দেওয়া হবে।

Share.
Exit mobile version