গাজীপুরে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে তার নগ্ন ভিডিও ধারণের অভিযোগে সুজন মিয়া (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার (২৭ অক্টোবর) রাতে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মধ্য জয়েনপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী মঙ্গলবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার সুজন মিয়া গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ঘোড়াবান্ধা গ্রামের শুক্কুর আলী ও মালেকা বেগমের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সুজন মিয়ার সঙ্গে ওই গৃহবধূর স্বামীর পূর্বপরিচয় ছিল। সেই সূত্রে সে গৃহবধূর গাজীপুরের বাসায় নিয়মিত যাতায়াত করত। গত ১৮ মে সকালে গৃহবধূর স্বামী ঘরে না থাকায় সুজন তাকে জুসের সঙ্গে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণের চেষ্টা করে। ব্যর্থ হলে মোবাইলে গৃহবধূর নগ্ন ভিডিও ধারণ করে তা ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়।

এ ঘটনায় ভুক্তভোগী গাজীপুরের কাশিমপুর থানায় ধর্ষণচেষ্টা ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। এরপর আসামি পলাতক ছিলেন। র‌্যাবের ধারাবাহিক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব কর্মকর্তা জানান, গ্রেপ্তার সুজনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ধরনের যৌন অপরাধ প্রতিরোধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

Share.
Exit mobile version