দীর্ঘ ১৭ বছর পর স্বদেশের মাটিতে পা রেখেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এই প্রত্যাবর্তন ঘিরে দলীয় নেতাকর্মীদের মধ্যে যেমন উচ্ছ্বাস-উদ্দীপনা ছড়িয়ে পড়েছে, তেমনি সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও পূর্বাচলের ৩০০ ফিট সংবর্ধনাস্থল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকাল থেকেই জনসমুদ্রে পরিণত হয়।
তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর দেশের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হওয়ার পাশাপাশি আন্তর্জাতিক গণমাধ্যমেও ব্যাপকভাবে আলোচিত হয়েছে। রয়টার্স, এএফপি, এপি, আল জাজিরা, বিবিসি, এনডিটিভিসহ বিশ্বের প্রভাবশালী সংবাদমাধ্যমগুলো এই ঘটনাকে বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ মোড় হিসেবে তুলে ধরেছে।
বার্তা সংস্থা রয়টার্স বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার দিকে প্রকাশিত প্রতিবেদনে শিরোনাম দেয়-‘ভোটের আগে নির্বাসন থেকে ফিরলেন বাংলাদেশের শীর্ষ প্রধানমন্ত্রীর দাবিদার নেতা’। প্রতিবেদনে বলা হয়, প্রায় ১৭ বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল আশা করছে, এই প্রত্যাবর্তনের মাধ্যমে সমর্থকরা নতুনভাবে উদ্দীপ্ত হবে। আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তাকে প্রধানমন্ত্রী পদের শীর্ষ দাবিদার হিসেবে বিবেচনা করা হচ্ছে বলেও উল্লেখ করা হয়। একই সঙ্গে সড়কজুড়ে লাখো সমর্থকের উপস্থিতি ও কঠোর নিরাপত্তাব্যবস্থার কথাও প্রতিবেদনে উঠে আসে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে জানায়, নেতার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীতে ইতিহাসের অন্যতম বড় সমাবেশ আয়োজনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। প্রতিবেদনে আরও বলা হয়, শেখ হাসিনার বিদায়ের পর বিএনপির রাজনীতিতে নতুন গতি সঞ্চার হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনাম করে- ‘খালেদা জিয়ার পুত্র তারেক রহমান বাংলাদেশে ফিরলেন’। প্রতিবেদনে বলা হয়, তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে সারা দেশ থেকে নজিরবিহীন জনসমাগম ঘটেছে। এতে ২০০৮ থেকে ২০২৫ সাল পর্যন্ত তারেক রহমানের রাজনৈতিক জীবনের নানা দিক তুলে ধরা হয়।
বার্তা সংস্থা এএফপি প্রকাশিত প্রতিবেদনের শিরোনাম ছিল-‘খালেদা জিয়ার উত্তরসূরি ১৭ বছর পর নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরলেন’। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ক্ষমতায় থাকা একটি রাজনৈতিক পরিবারের উত্তরসূরি এবং দেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দলের নেতা হিসেবে তারেক রহমানের প্রত্যাবর্তন তাৎপর্যপূর্ণ। একই সঙ্গে তার মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার প্রসঙ্গ টেনে বিএনপির নেতৃত্ব তারেক রহমানের হাতে যাওয়ার সম্ভাবনার কথাও তুলে ধরা হয়।
যুক্তরাজ্যের সংবাদমাধ্যম বিবিসি তারেক রহমানকে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার হিসেবে উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে। পাশাপাশি বিবিসি বাংলায় তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে লাইভ নিউজ ও বিশেষ বিশ্লেষণ প্রচার করা হচ্ছে।
তুরস্কের টিআরটি ওয়ার্ল্ড জানায়, দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী পদের অন্যতম দাবিদার তারেক রহমান দেশে ফিরেছেন।
এছাড়াও আরব নিউজ, ডন, জিও নিউজসহ বিশ্বের আরও অনেক প্রভাবশালী গণমাধ্যম তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের খবর প্রকাশ করেছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে, তারেক রহমানের এই ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা হিসেবে তুলে ধরা হয়েছে।
ম্যাংগোটিভি / আরএইচ

