বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে উদারপন্থি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই। নির্বাচনের মাধ্যমেই সরকারে যেতে চায় বিএনপি। তিনি ভোটারদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানান।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১১টার দিকে ঠাকুরগাঁওয়ের সালন্দর ইউনিয়নের বরুনাগাঁও মাদরাসা মাঠে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

পথসভা শুরুর আগে স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় ভোটাররা বিগত আমলে জুলুম-নিপীড়ন, জমি দখলসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘আপনাদের জন্য এর আগেও পৌরসভার চেয়ারম্যান হিসেবে কাজ করেছি, সংসদে গিয়েও কাজ করেছি। আমাকে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই। আপনারা আমার পরিবারকেও দীর্ঘদিন ধরে চেনেন। বাবা-দাদার জমি বিক্রি করে রাজনীতি করেছি, আপনাদের আমানতের খেয়ানত করবো না।’

তিনি বলেন, ‘আপনারা অভিযোগ করেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের দুর্বৃত্তদের অত্যাচারে আপনারা অতিষ্ঠ ছিলেন। এসব আর চলবে না। আমার দলের কেউ দুর্বৃত্তায়নে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘দেশে উদারপন্থি গণতন্ত্র চাই। নির্বাচনের মাধ্যমে সরকারে যেতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন। তারেক রহমান সঠিকভাবে দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিতে পারবেন।’

যুবকদের কর্মসংস্থানের প্রসঙ্গে তিনি বলেন, ‘অতীতে আমরা যুবকদের জন্য কাজ করেছি, আগামীতেও করবো।’

তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে কৃষকদের সারের সংকটে পড়তে হবে না। পাশাপাশি পরিবারের মা-বোনদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে। এ কার্ডের মাধ্যমে ন্যায্যমূল্যে নিত্যপণ্য ও চিকিৎসাসেবা পাওয়া যাবে। “এই কার্ড হবে মা-বোনদের জন্য একটি শক্তিশালী হাতিয়ার,’ বলেন তিনি।

Share.
Exit mobile version