ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভালের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান। বৈঠকে তিনি ভারতীয় সমকক্ষ দোভালকে তার সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বুধবার (১৯ নভেম্বর) ভারতের রাজধানী নয়াদিল্লির হায়দরাবাদ হাউসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কলম্বো নিরাপত্তা কনক্লেভের (সিএসসি) সপ্তম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে অংশ নিতে ভারতের রাজধানীতে অবস্থানরত বাংলাদেশ প্রতিনিধিদল বৈঠকে অংশ নেয়। ড. খলিলুর রহমানের নেতৃত্বে প্রতিনিধি দলটি অজিত দোভালের সঙ্গে বিভিন্ন আঞ্চলিক নিরাপত্তা ইস্যু, সিএসসির কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বিষয়ে আলোচনা করে।

বৈঠকে ভারতীয় কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। দুই দেশের জাতীয় নিরাপত্তা সহযোগিতা জোরদার ও কনক্লেভ-সংশ্লিষ্ট কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার বিষয়েও মতবিনিময় হয়।

Share.
Exit mobile version