জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন বিষয়ে আগামী তিন-চার দিনের মধ্যেই অন্তর্বর্তী সরকারের অবস্থান স্পষ্ট হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি আশা প্রকাশ করেন, সরকারের নেওয়া সিদ্ধান্ত সব রাজনৈতিক দল মেনে নেবে।
মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে আইন সহায়তা প্রদান অধ্যাদেশ (সংশোধন) বিষয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আসিফ নজরুল বলেন, ‘রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে আলাপ-আলোচনা করে আমাদের একটি ঐক্যবদ্ধ নির্দেশনা দেবে-এমনটাই প্রত্যাশা ছিল। তবে আমরা বসে থাকিনি, নিজেদের মতো কাজ করেছি। সনদ বাস্তবায়নের বিষয়ে আমরা কী পদক্ষেপ নিয়েছি, তা আগামী তিন-চার দিনের মধ্যেই স্পষ্ট হবে।’ তিনি আরও বলেন, ‘আমরা উপদেষ্টা পরিষদের বিভিন্ন পর্যায়ে আলোচনা করছি। সব দলের প্রত্যাশার সঙ্গে সমন্বয় ঘটিয়ে দেশের ও জনগণের স্বার্থে যা করা দরকার, সেটাই করতে যাচ্ছি।’
এ সময় দেশের চলমান সংস্কারপ্রক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘রাতারাতি সব সংস্কার করা সম্ভব নয়। বাস্তবে এত বড় ধরনের সংস্কার সহজ নয়। ক্রমান্বয়ে সংস্কার করলে ভালো জায়গায় পৌঁছানো সম্ভব।’
সংবিধানকে কেন্দ্র করে বিতর্কের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, ‘সবাই মনে করেন সংবিধান লিখে দিলেই সব সমাধান হয়ে যাবে। কিন্তু রাজনৈতিক সংস্কৃতি ও গণতান্ত্রিক চর্চা না বদলালে কোনো পরিবর্তন সম্ভব নয়।’
মতবিনিময় সভায় জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে আইনগত সহায়তা প্রদান (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ উপস্থাপন করা হয়। এতে সংস্থাটিকে অধিদপ্তরে রূপান্তরের প্রস্তাবসহ কার্যপরিধি সম্প্রসারণ, উপদেষ্টা পরিষদ গঠন এবং আইনগত সহায়তা কার্যক্রমকে আরও শক্তিশালী করার প্রস্তাব দেওয়া হয়।
সভায় উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, আইন সচিব লিয়াকত আলী মোল্লা, ব্রাস্টের নির্বাহী পরিচালক ব্যারিস্টার সারা হোসেন, সাবেক জেলা জজ মোতাহার হোসেন ও স্পেশাল কনসালট্যান্ট ব্যারিস্টার তানিম হোসেইন শাওন।

