নির্বাচন কমিশন চাইলে তফসিল ঘোষণার পর আবেদন সাপেক্ষে তারেক রহমানসহ যে কেউ ভোটার হতে পারবেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।
সোমবার (১ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘আমার জানামতে তারেক রহমান ভোটার হননি। তবে কমিশন চাইলে তিনি ভোটার হতে পারবেন।”
তিনি আরও জানান, শুধু তারেক রহমান নয়, তফসিল ঘোষণার পর আইনের বিধান অনুযায়ী যে কেউ ভোটার হওয়ার জন্য আবেদন করতে পারবেন। ‘আপনি শুধু তারেক রহমানের কথা বলছেন কেন? যে কেউ আবেদন করলে কমিশনের বিবেচনায় তাকে ভোটার করা সম্ভব।’

