নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের দাবিতে দায়ের করা আপিলের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আগামী ২০ নভেম্বর (বৃহস্পতিবার) রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
মঙ্গলবার (১১ নভেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ নেতৃত্বাধীন সাত সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ রায়ের দিন ধার্য করেন। টানা ১০ দিন শুনানি শেষে এ দিন ঠিক করা হয়।
বেঞ্চের অন্যান্য সদস্যরা হলেন-বিচারপতি আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
রিটের পক্ষে শুনানি করেন ড. শরীফ ভূঁইয়া, বিএনপির পক্ষে জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং জামায়াতের পক্ষে অ্যাডভোকেট শিশির মনির। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও ব্যারিস্টার অনীক আর হক।
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল ১৯৯৬ সালে, যা ২০১১ সালে বাতিল করে তৎকালীন সরকার। এর বৈধতা নিয়ে নতুন করে আপিল করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ও আরও কয়েকজন নাগরিক। গত ২১ অক্টোবর থেকে আপিল বিভাগের শুনানি শুরু হয়। এই রায়ের মাধ্যমে দেশে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের সম্ভাবনা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
