ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন কারামুক্ত হয়েছেন। সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন পাওয়ার পর শুক্রবার বিকেলে তিনি কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
কারা অধিদপ্তরের সহকারী মহাপরিদর্শক জান্নাত-উল ফরহাদ জানান, আদালতের আদেশের কপি হাতে পাওয়ার পর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এরপর সন্ধ্যার দিকে অধ্যাপক কার্জনকে মুক্তি দেওয়া হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গত ২৯ আগস্ট শাহবাগ থানার এসআই আমিরুল ইসলাম সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ঢাকার একটি আদালত সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, সাংবাদিক মঞ্জুরুল আলম এবং অধ্যাপক কার্জনসহ ১৮ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। লতিফ সিদ্দিকী ও মঞ্জুরুল আলম আগেই হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হন। সর্বশেষ শুক্রবার মুক্তি পেলেন অধ্যাপক কার্জন।
হাইকোর্ট তাঁকে অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পাশাপাশি রুল জারি করে জানতে চেয়েছে-এই মামলায় কেন তাঁকে স্থায়ী জামিন দেওয়া হবে না। বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজা ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয়ে গঠিত বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি শেষে এই আদেশ দেন।
