রাজধানী ঢাকা ও আশপাশের জেলায় সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
বিজিবির সদর দপ্তরের গণসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করে বলেন, রাজধানী ও আশপাশের এলাকায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই তারা মাঠে টহল দিচ্ছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, কার্যক্রমে নিষেধাজ্ঞাপ্রাপ্ত আওয়ামী লীগ ঘোষিত ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে সরকার। রাজধানীর ভেতর ও প্রবেশপথে কঠোর নজরদারি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) থেকে কোনো ধরনের জমায়েত ঠেকাতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এর আগে গত কয়েকদিনে ঢাকায় একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ, ঝটিকা মিছিল ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ইতিমধ্যে অন্তত ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের এক কর্মকর্তা জানান, ককটেল হামলা ও অগ্নিসংযোগে জড়িতদের মধ্যে অনেকেই ঢাকার বাইরে থেকে এসেছে এবং দ্রুত এলাকা ত্যাগ করছে। নিরাপত্তা জোরদারে রাজধানীর বিভিন্ন প্রবেশমুখে টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, গুজব ও আতঙ্ক সৃষ্টির জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করা হচ্ছে। পুরনো ভিডিও পোস্ট করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে পুলিশের সাইবার ইউনিট কাজ করছে।
এদিকে, সাম্প্রতিক সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে দেশের সব বিমানবন্দরকেও সর্বোচ্চ সতর্ক থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, সরকারের অবস্থান স্পষ্ট-অরাজকতা সৃষ্টি হলে কোনো ছাড় দেওয়া হবে না।
