দ্রুত নগরায়ণ, অপরিকল্পিত উন্নয়ন ও দীর্ঘদিনের দখল-দূষণে হারিয়ে যাওয়া জলাধারগুলো পুনরুদ্ধারে বড় উদ্যোগ নিয়েছে ঢাকা জেলা প্রশাসন। জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের অর্থায়নে রাজধানীর ৪৪টি খাস পুকুর ও জলাশয় সংস্কার প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) কেরানীগঞ্জের দড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রকল্পের উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, জলাধার শুধু ঐতিহ্য নয়-নগর রক্ষার শেষ ভরসা। জলবায়ু পরিবর্তন, তাপমাত্রা বৃদ্ধি, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় প্রাকৃতিক জলাধার সংরক্ষণ অত্যাবশ্যক।
সরকারি খতিয়ানে ঢাকা জেলায় ১১৩টি খাস পুকুরের অস্তিত্ব থাকলেও বেশির ভাগই বহু বছর ধরে অব্যবহৃত, দখলে বা শুকিয়ে গেছে। প্রথম ধাপে ৪৪টি পুকুর সংস্কারের জন্য নির্বাচন করা হয়েছে। প্রকল্পে রয়েছে-সীমানা নির্ধারণ, দখল উচ্ছেদ, পুনর্খনন, পাড় শক্তকরণ, ঘাট নির্মাণ, ওয়াকওয়ে ও বেঞ্চ স্থাপন, বৃক্ষরোপণ এবং পরিবেশবান্ধব নান্দনিক উন্নয়ন।
ঢাকা জেলা প্রশাসক তানভীর আহমেদ জানান, ১১৩টি পুকুরের মধ্যে মাত্র ১৫টি ইজারায় রয়েছে; বাকি ৯৮টির বেশির ভাগই ব্যবহার অযোগ্য। এসব জলাধার পুনরুদ্ধারে একসঙ্গে সাভার, আশুলিয়া, আমিনবাজার, নবাবগঞ্জ, দোহার, কেরানীগঞ্জ ও তেজগাঁও এলাকায় খননকাজ শুরু হয়েছে। প্রায় দুই লাখ ঘনমিটার মাটি খনন, ১৬টি ঘাট, ৯০টি বসার বেঞ্চ এবং ২৫টি পুকুরে সোলার প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, পুকুর শুধু পানি জমার জায়গা নয়-এগুলো জীববৈচিত্র্যের আশ্রয়, বৃষ্টির পানি ধরে রাখার প্রাকৃতিক ব্যবস্থা ও শহরের তাপ কমানোর অন্যতম উপাদান। সংস্কার শেষে এগুলোর রক্ষণাবেক্ষণে স্থানীয়দের সহযোগিতা অপরিহার্য।
প্রকল্প সফল হলে বাকি ৬৯টি খাস পুকুরও পর্যায়ক্রমে পুনরুদ্ধারের পরিকল্পনার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।
অনুষ্ঠানে পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, ঢাকা বিভাগের কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ম্যাংগোটিভি/আরএইচ
