রাজধানীর গুলশানের কূটনৈতিক এলাকায় অবস্থিত মার্কিন দূতাবাসে হঠাৎ করে সোমবার (১৩ অক্টোবর) মধ্যরাত থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মঙ্গলবারও একই অবস্থা বজায় ছিল, এবং বুধবার পর্যন্ত এই বাড়তি নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকবে বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন্স) এস এন মো. নজরুল ইসলাম জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের একটি পেজ থেকে হুমকি পাওয়ার পর এই নিরাপত্তা জোরদার করা হয়।

তিনি বলেন, ‘দূতাবাসের নিরাপত্তা নিয়ে ফেসবুকে দেওয়া একটি পোস্টে হুমকি দেওয়া হয়। বিষয়টি দূতাবাস কর্তৃপক্ষ প্রথমে আমাদের জানায়। এরপরই নিরাপত্তা জোরদার করা হয়। বুধবার পর্যন্ত বাড়তি নিরাপত্তা থাকতে পারে।’

ওই ফেসবুক পেজের সঙ্গে কারা যুক্ত—এমন প্রশ্নে তিনি জানান, ‘একটি ঝাপসা ছবি পাওয়া গেছে। সিটিটিসি ইউনিট তদন্ত করছে।’

মঙ্গলবার দিনভর সোয়াট টিম, গুলশান থানা পুলিশ ও একাধিক গোয়েন্দা সংস্থার সদস্যরা দূতাবাসের সামনে সতর্ক অবস্থানে ছিলেন। মূল ফটকের সামনে সোয়াটের সাঁজোয়া যানও দেখা যায়। তবে এ বিষয়ে দূতাবাসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য করা হয়নি।

এর আগে সোমবার রাতে পুলিশ ও সোয়াট সদস্যরা দূতাবাস এলাকায় গিয়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version