রাজধানীর মিরপুরে সিটি করপোরেশনের একটি পরিত্যক্ত মার্কেট থেকে এক যুবকের মাথা থেঁতলানো মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। পুলিশের ধারণা, দুই দিন আগে তাকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (১৬ জানুয়ারি) রাতে মিরপুরের প্যারিস রোডে অবস্থিত ছয়তলা পরিত্যক্ত ওই মার্কেটের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক দশকের বেশি সময় ধরে মার্কেটটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। শুক্রবার রাতে মার্কেটের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ বের হলে স্থানীয়রা নিচতলায় ঢুকে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে তারা পুলিশকে খবর দেন।
ঘটনার একজন প্রত্যক্ষদর্শী জানান, মরদেহটি দেখতে পেয়ে তিনি ৯৯৯-এ কল করেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর সেনাবাহিনীর সহায়তায় ভেতরে সার্চ চালিয়ে মরদেহটি মানুষের বলে নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, নিহতের নাম সুমন। তিনি মিরপুরের একটি মার্কেটে মোবাইল সার্ভিসিংয়ের দোকানে কাজ করতেন। গত ১২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
হত্যাকাণ্ডের খবর পেয়ে নিহতের আত্মীয়স্বজন ঘটনাস্থলে ছুটে আসেন। তারা জানান, সুমনের সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না।
নিহতের এক স্বজন বলেন, ‘সারারাত আমরা ফোন করলেও সে কল ধরেনি। ভোররাতে তার ফোন বন্ধ হয়ে যায়। এরপর থানায় গিয়ে সাধারণ ডায়েরি করি।’ তিনি আরও জানান, সুমন ছিলেন অত্যন্ত নিরীহ ও শান্ত স্বভাবের মানুষ।
এলাকাবাসীর অভিযোগ, পরিত্যক্ত ওই মার্কেটটিতে এর আগেও একাধিক অপরাধ ও হত্যার ঘটনা ঘটেছে। স্থানীয় এক বাসিন্দা বলেন, প্রায় প্রতিবছরই সেখানে এ ধরনের ঘটনা ঘটে। অপরাধ ঠেকাতে দ্রুত মার্কেটটি সংস্কার অথবা সম্পূর্ণ ভেঙে ফেলা প্রয়োজন।
এ বিষয়ে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আমগীর জাহান জানান, নিহত সুমনের বাড়ি বরিশালের মুলাদী উপজেলায়। ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
ম্যাংগোটিভি /আরএইচ

