ঢাকায় আজ (১৮ সেপ্টেম্বর) জামায়াতসহ সাতটি রাজনৈতিক দল একযোগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে। আগামী ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে এই আন্দোলন শুরু করা হচ্ছে।
জামায়েত, ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) এ কর্মসূচি পালন করবে। বিকেল সাড়ে ৪টায় বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকের সামনে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হবে।
অন্যদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ জোহরের নামাজের পর উত্তর প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল করবে। খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত আন্দোলন জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশের আয়োজন করেছে। জাগপা বিজয়নগর পানির ট্যাংকের সামনে বিক্ষোভ মিছিল করবে।
দলগুলোর ৫ প্রধান দাবি হলো: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা, দুর্নীতি ও জুলুমের বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের সহযোগী দলগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা।
