বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড (বিএইচএল) আয়োজিত হোন্ডা ফুটসাল লিগ ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১৯ নভেম্বর) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টার (বিসিএফসিসি) কার্নিভাল হলে। তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করতে নেওয়া এ আয়োজনে ছিল চোখধাঁধানো কিক-অফ সেশন, ৩২ দলের লোগো উন্মোচন ও ট্রফি প্রদর্শনী।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ব্রাজিলীয় তারকা নেইমার জুনিয়র স্বাক্ষরিত ব্রাজিল জাতীয় দলের জার্সি, যা মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর পক্ষ থেকে পাঠানো হয়। এই জার্সিটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়ার হাতে তুলে দেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া এবং চিফ মার্কেটিং অফিসার শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান।
অনুষ্ঠানে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে জামাল ভূঁইয়া বলেন,এতো প্রাণবন্ত ও বর্ণিল আয়োজনে উপস্থিত থাকতে পেরে সত্যিই আনন্দিত। নেইমার জুনিয়রের স্বাক্ষরিত জার্সি পাওয়া আমাকে গভীরভাবে সম্মানিত করেছে। দেশের তরুণদের ফুটবলে অনুপ্রাণিত করতে এমন উদ্যোগ নিঃসন্দেহে বড় ভূমিকা রাখবে।
হোন্ডা জানায়, Joy, Growth ও Connected—এই তিন মূল বার্তা সামনে রেখে ফুটসাল লিগ আয়োজন করা হয়েছে। খেলাধুলার প্রতি মানুষের আগ্রহ বাড়ানো এবং তরুণ প্রজন্মকে সক্রিয় করতে এই আয়োজন দীর্ঘমেয়াদে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড-এর সিএমও শাহ্ মোহাম্মদ আশিকুর রহমান বলেন, মোটরসাইকেল ও ফুটবল—দুটোর আবেগকে একসঙ্গে ধরে রাখতেই হোন্ডা ফুটসাল লিগ। আমরা সর্বদা গ্রাহকদের সন্তুষ্টি ও তরুণদের অংশগ্রহণকে গুরুত্ব দিই।
ব্যবস্থাপনা পরিচালক সুসুমু মরিসাওয়া বলেন, এ আয়োজন যেমন আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি দেশের ফুটবলপ্রেমীদের জন্যও এটি গর্বের।
অনুষ্ঠানে হোন্ডা ডিলার নেটওয়ার্কের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয়ের টিম মেম্বার, বিভিন্ন ক্লাব প্রতিনিধি, সাংবাদিক ও গণমাধ্যমকর্মীসহ শতাধিক অতিথি উপস্থিত ছিলেন। অনলাইনে যুক্ত হয়ে শুভেচ্ছা জানান মোটো হোন্ডা দ্য অ্যামাজোনিয়া লিমিটেড-এর প্রতিনিধিরা।
হোন্ডা জানায়, ভবিষ্যতে আরও আকর্ষণীয় প্রডাক্ট ও সেবা দেওয়ার পাশাপাশি তরুণদের উন্নয়ন, সম্পৃক্ততা ও খেলাধুলায় অংশগ্রহণ বৃদ্ধিতে প্রতিষ্ঠানটি কাজ করে যাবে।
ম্যাংগোটিভি/আরএইচ
