শীত মৌসুম শুরু হলেই রাজধানীতে গ্যাসের তীব্র সংকট দেখা দেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। বাসাবাড়িতে দিনের বেশিরভাগ সময় পর্যাপ্ত গ্যাসের চাপ না থাকায় রান্না করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রাজধানীর লাখো নগরবাসী।

এলপিজি গ্যাসের সংকট ও দাম বাড়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। মগবাজার, হাতিরপুল, সেন্ট্রাল রোড, কাঁঠালবাগানসহ রাজধানীর বিভিন্ন এলাকায় গ্যাস সংকটের চিত্র স্পষ্ট। রান্না বন্ধ থাকায় অনেকেই বাধ্য হয়ে বাইরে থেকে খাবার কিনছেন, কেউ আবার বিকল্প উপায়ে দিন পার করার চেষ্টা করছেন।

গ্রাহকদের অভিযোগ, নিয়মিত গ্যাস বিল পরিশোধ করেও তারা বাসাবাড়িতে গ্যাস পাচ্ছেন না। ফলে অতিরিক্ত খরচে এলপিজি সিলিন্ডার কিনতে হচ্ছে। আবার সিলিন্ডারের সংকট ও বাড়তি দামের কারণে অনেক পরিবার বাইরে থেকে খাবার কিনে খেতে বাধ্য হচ্ছে।

এদিকে যানবাহনে গ্যাস নিতে রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ সারি দেখা গেছে। চালকরা জানান, গ্যাসের চাপ কম থাকায় দুই থেকে তিন ঘণ্টা অপেক্ষা করেও সিলিন্ডার পুরোপুরি ভর্তি করা যাচ্ছে না। এতে ডিউটির সময় বেড়ে গেলেও আয় কমে যাচ্ছে।

নগরবাসীর ভোগান্তির বিষয়ে তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, অর্থনৈতিক অগ্রাধিকার বিবেচনায় শিল্প, বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানায় আগে গ্যাস সরবরাহ করতে হচ্ছে। আবাসিক এলাকায় পরে গ্যাস দেওয়া হয়।

তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির মহাব্যবস্থাপক (অপারেশন) প্রকৌশলী কাজী সাইদুল হাসান বলেন, ‘প্রায়োরিটি বেজড যেসব খাতে গ্যাসের প্রয়োজন বেশি, সেখানে সরবরাহ নিশ্চিত করার পর আবাসিক এলাকায় গ্যাস দেওয়ার চেষ্টা করা হয়। ঢাকায় প্রতিদিন প্রায় ১৬৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হলেও অবৈধ সংযোগের কারণে সংকট সৃষ্টি হচ্ছে। সব বাড়িতে নজরদারি সম্ভব নয়। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পরও কিছুদিনের মধ্যে তা আবার চালু হয়ে যায়।’

বিশেষজ্ঞরা মনে করছেন, সংকট মোকাবিলায় যুক্তিসংগত দামে এলপিজি সরবরাহ বাড়ানো জরুরি। আইইইএফএর প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম বলেন, প্রতিবছর জ্বালানির চাহিদা বাড়ছে। এ অবস্থায় উৎপাদন ও আমদানির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি অপচয় রোধে দক্ষ যন্ত্রপাতি ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন।

এদিকে এলপিজি গ্যাসের দাম নিয়েও বাজারে নৈরাজ্য বিরাজ করছে। এর মধ্যেই গত রোববার (৪ জানুয়ারি) ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়ানো হয়েছে। তবে অভিযোগ রয়েছে, সরকারি নির্ধারিত মূল্যের তুলনায় রাজধানীর অনেক এলাকায় দ্বিগুণ দামে এলপিজি কিনতে বাধ্য হচ্ছেন গ্রাহকরা।

Share.
Exit mobile version