সারাদেশে গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চারজন মারা গেছেন। এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৮১ জন। এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম।
মারা যাওয়া চারজনই ঢাকা বিভাগের বাসিন্দা; এর মধ্যে একজন ঢাকা উত্তর সিটি এবং তিনজন ঢাকা দক্ষিণ সিটি এর বাসিন্দা। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২৪ জন, আর শনাক্ত রোগীর সংখ্যা ৫২,৮৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু আক্রান্তদের সংখ্যা: বরিশাল বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১৩০, চট্টগ্রাম বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৮২, ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ১০১, ঢাকা উত্তর সিটি: ১৬২, ঢাকা দক্ষিণ সিটি: ১১৬, খুলনা বিভাগ: ৪৮, ময়মনসিংহ বিভাগ: ৪০, রাজশাহী বিভাগ: ৬৩, রংপুর বিভাগ: ৩২, সিলেট বিভাগ: ৭।
গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৯৮ রোগী, চলতি বছর এখন পর্যন্ত মোট ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা ৫০,২০৯ জন। চলতি বছরের ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৬৭.৭০% পুরুষ এবং ৩২.৩০% নারী।
তুলনামূলক তথ্য অনুযায়ী, ২০২৩ সালে দেশে ডেঙ্গুতে মারা গিয়েছিলেন ১,৭০৫ জন, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩,২১,১৭৯ জন। ২০২৪ সালে মৃত্যু হয়েছিল ৫৭৫ জন, ভর্তি ছিলেন ১,০১,২১৪ জন।

