দেশে ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩০৭ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে বৃহস্পতিবার (৬ নভেম্বর) পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১,০৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে চলতি বছরে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৬ হাজার ২৬ জনে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সর্বশেষ ২৪ ঘণ্টায় যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে চারজন পুরুষ এবং একজন নারী। বয়স ৬ থেকে ৫০ বছরের মধ্যে।

এ সময় ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ভর্তি হয়েছেন ৩৭১ জন রোগী। এর বাইরে ঢাকা বিভাগে ১৮৮ জন, চট্টগ্রামে ১০৩ জন, বরিশালে ১৩৪ জন, ময়মনসিংহে ৬৬ জন, খুলনায় ৫৫ জন, রাজশাহীতে ৭৯ জন, রংপুরে ৩৩ জন এবং সিলেটে ৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন।

Share.
Exit mobile version