দেশে এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৫৬৫ জন নতুন রোগী ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের পাঠানো দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ৫৬৫ জনের মধ্যে
ঢাকা মহানগরে ভর্তি ৩২০ জন, বরিশাল বিভাগে ৪৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০১ জন, খুলনা বিভাগে ৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ২৬ জন, রাজশাহী বিভাগে ২৮ জন, রংপুর বিভাগে ৪ জন, সিলেট বিভাগে ৫ জন।
এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৬ হাজার ৬২৭ জন। নতুন তিনজনকে যুক্ত করে বর্ষজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৯৪ জনে।
একদিনে ছাড়পত্র ৫৬৭ জন
গত ২৪ ঘণ্টায় সারাদেশের বিভিন্ন হাসপাতালে ৫৬৭ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। চলতি বছরে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৪ হাজার ৪০৩ জন।
ম্যাংগোটিভি / আরএইচ

