দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৫৬ জন রোগী।
আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিভাগওয়ারী রোগীর সংখ্যা
ঢাকা শহর (দুই সিটি করপোরেশন): ২১৪ জন, ঢাকা বিভাগ (ঢাকা শহর বাদে): ৭৯ জন, বরিশাল বিভাগ: ১৩৭ জন, চট্টগ্রাম বিভাগ: ৭০ জন, ময়মনসিংহ বিভাগ: ২৮ জন, রাজশাহী বিভাগ: ২৫ জন, সিলেট বিভাগ: ৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সারাদেশের হাসপাতালগুলোতে জরুরি চিকিৎসা কার্যক্রম চালু রয়েছে।
গত বছর (২০২৪ সালে) সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১৪ জন। এ সময়ে রোগে আক্রান্ত হয়ে ৫৭৫ জনের মৃত্যু হয়েছিল।
ম্যাংগোটিভি/আরএইচ
