ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ডিসেম্বরের প্রথম সপ্তাহেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। নির্বাচন সুষ্ঠু ও নিরাপদভাবে আয়োজনের লক্ষ্যে আগামী ১৫ নভেম্বরের মধ্যে সব প্রস্তুতি শেষ করার নির্দেশও দিয়েছেন তিনি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের উদ্ধৃতি দিয়ে প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

প্রধান উপদেষ্টা সতর্ক করে বলেন, নির্বাচনে বিঘ্ন ঘটাতে দেশ-বিদেশ থেকে অপতৎপরতা চালানো হতে পারে। তিনি বলেন, এটা কোনো ছোট চ্যালেঞ্জ নয়—বড় শক্তি সক্রিয় হতে পারে। হঠাৎ করে হামলা বা বিশৃঙ্খলার চেষ্টা হতে পারে। আসন্ন নির্বাচন আমাদের বড় পরীক্ষা।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া তথ্য, ছবি ও ভিডিও ছড়ানোর অপচেষ্টা হতে পারে। তাই যেকোনো বিভ্রান্তিমূলক প্রচারণার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে।

অধ্যাপক ইউনূস জানান, নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সাধারণ মানুষের কাছে যেতে হবে এবং ভোটের নিয়ম-কানুন সম্পর্কে সচেতনতা বাড়াতে হবে।

সরকারি প্রচারণা জোরদারের জন্য নির্বাচন কমিশন ও সংস্কৃতি মন্ত্রণালয়কে যৌথভাবে টিভিসি, ডকুমেন্টারি এবং ভিডিও কনটেন্ট তৈরি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচারের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, অংশগ্রহণমূলক, উৎসবমুখর ও নিরাপদ নির্বাচনই সরকারের প্রধান লক্ষ্য।

Share.
Exit mobile version