হবিগঞ্জের মাধবপুরে স্বামীর স্বীকৃতি ও অধিকার ফিরে পেতে গিয়ে শ্বশুরবাড়িতে হামলার শিকার হয়েছেন সোলাইমা আক্তার নামে এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বহরা ইউনিয়নের পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, ২০১৯ সালে পানিয়াহাতা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়ার সঙ্গে কাজী অফিসে আনুষ্ঠানিকভাবে বিয়ে হয় সোলাইমা আক্তারের। বিয়ের পর তিনি স্বামীকে ব্যবসা-বাণিজ্য দাঁড় করাতে টাকা-পয়সায় সহায়তা করেন। এমনকি বিদেশে যাওয়ার জন্যও বিপুল অর্থ প্রদান করেন। তবে সম্প্রতি সজিব মিয়া স্ত্রী হিসেবে তাকে স্বীকৃতি দিচ্ছেন না, বরং নানা হুমকি ও হামলার মুখে ফেলছেন।
কান্নাজড়িত কণ্ঠে সোলাইমা আক্তার সাংবাদিকদের বলেন, ‘আমার এখন আর যাওয়ার কোনো জায়গা নেই, মরণ ছাড়া গতি নাই। আমি নিরাপত্তা চাই।’
অন্যদিকে, সজিব মিয়া বলেন, ‘তার এভাবে আমার বাড়িতে আসা উচিত হয়নি। আমার কাছে কোনো পাওনা থাকলে আমি তা দিয়ে তাকে তালাক দিয়ে দেব।’
স্থানীয় ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে বলেন, ‘মেয়েটা সত্যিই বড় প্রতারণার শিকার। আমার কাছেও তারা এসেছিল।’
বর্তমানে আশ্রয়হীন সোলাইমা আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা কামনা করছেন। স্থানীয়রা তার নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন।
এ বিষয়ে মাধবপুর থানার ওসি মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, ‘আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসেনি। খোঁজখবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’ সূত্র:-আরটিভি

