মরক্কোতে সরকারবিরোধী বিক্ষোভ টানা পাঁচ রাত ধরে উত্তাল রূপ নিয়েছে। বুধবার (১ অক্টোবর) দক্ষিণাঞ্চলের লেকলিয়া শহরে বিক্ষোভকারীদের ওপর পুলিশের গুলিতে দু’জন নিহত হয়েছেন।
সরকারি বার্তা সংস্থা এমএপি জানিয়েছে, নিহতদের ‘দাঙ্গাকারী’ বলা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, বিক্ষোভকারীরা পুলিশের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করায় আত্মরক্ষার্থে গুলি চালানো হয়। তবে প্রত্যক্ষদর্শীরা এ তথ্য নিশ্চিত করতে পারেননি। এ ঘটনাই চলমান আন্দোলনে প্রথম প্রাণহানি।
তরুণদের নেতৃত্বে ‘নেতাহীন’ এই আন্দোলন মূলত সরকারি সেবা ব্যর্থতা ও ব্যয়ের চাপের প্রতিবাদে শুরু হয়। আন্দোলনকারীরা দুর্নীতি, বেকারত্ব এবং শিক্ষা-স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, ২০৩০ বিশ্বকাপ আয়োজনের নামে বিলিয়ন ডলার ব্যয় হলেও সাধারণ মানুষের মৌলিক সেবায় কোনো উন্নতি হয়নি।
রাজধানী রাবাতসহ এক ডজনের বেশি শহরে সহিংসতা ছড়িয়ে পড়েছে। শত শত তরুণ দোকান, ব্যাংক ও গাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালিয়েছে। বিশেষ করে কর্মসংস্থান সংকট ও সরকারি সেবার অভাবে ভোগা এলাকাগুলোতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে।
বিক্ষোভ দমনে ব্যাপক গ্রেপ্তার অভিযান চালাচ্ছে কর্তৃপক্ষ। তবে আন্দোলন ক্রমেই নতুন নতুন শহরে ছড়িয়ে পড়ছে, যা মরক্কোর রাজনৈতিক স্থিতিশীলতায় বড় চ্যালেঞ্জ তৈরি করছে।
ম্যাংগোটিভি/ আরএইচ

