দুর্ঘটনা এড়াতে সড়কের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি উন্নত ধরনের পরিবহন সংযোজনের তাগিদ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ মো. বশির উদ্দিন। তিনি বলেন, অনিরাপদ সড়কের কারণে একদিকে জীবনহানি হয়, অন্যদিকে আমাদের উৎপাদন, বিনিয়োগ ব্যাহত হয়, গতি কমে যায়।

 

শুক্রবার (১২ সেপ্টেম্বর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) চীনা দূতাবাস আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৫-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাণিজ্য উপদেষ্টা বলেন, সড়ক দুর্ঘটনায় প্রতি বছর যে পরিমাণ মানুষ মারা যায়, এটা খুবই দুঃখজনক। এর থেকে উত্তরণে আমাদের সড়কের উন্নয়ন করতে হবে। সড়কে যেসব গাড়ি চলে তার অধিকাংশই পণ্যবাহী ও যাত্রীবাহী। এসব পরিবহন দুর্ঘটনায় অনেক মানুষ মারা যায়। এতে একেকবার একেকটি পরিবার নিশ্চিহ্ন হয়ে যায়। এ ক্ষেত্রে সড়কের অবকাঠামো এবং পণ্যবাহী ও যাত্রীবাহী পরিবহনকে উন্নতমানের গাড়িতে রূপান্তর করা প্রয়োজন। তা না হলে আমাদের সড়কের নিরাপত্তা নিশ্চিত করা যাবে না।

চীন-বাংলাদেশ যৌথ প্রচেষ্টার অর্থনৈতিক উন্নয়নের অংশ হিসেবে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনের এই আয়োজন ভূমিকা রাখবে। এই আয়োজন যৌথ সক্ষমতা পরস্পরের মধ্যে বিনিময়ের মাধ্যমে প্রাচীন সিল্ক রোডের যে আইডিয়া, তা কাজে লাগানোর সুযোগ তৈরি করবে বলেও উল্লেখ করেন তিনি।

Share.
Exit mobile version