ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে শনিবার (২২ নভেম্বর) সকালেই দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছে সাভারের জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। এ সময় তিনি স্মৃতিসৌধ চত্বরে একটি গাছের চারা রোপণও করেন।
শনিবার (২২ নভেম্বর) সকাল ৮টা ১৫ মিনিটে ড্রুকএয়ারের বিশেষ বিমানে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাঁকে লাল গালিচা সংবর্ধনার মাধ্যমে স্বাগত জানানো হয়। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীর আগমনকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
অভ্যর্থনা অনুষ্ঠানের অংশ হিসেবে শেরিং তোবগেকে একটি অস্থায়ী স্যালুটিং ডায়াসে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁকে ১৯টি গান স্যালুট প্রদান করা হয় এবং গার্ড অব অনার দেওয়া হয়।
বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে ভুটানের প্রধানমন্ত্রী সরাসরি সাভারের জাতীয় স্মৃতিসৌধের উদ্দেশে যাত্রা করেন। সেখানে তিনি শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভিজিটরস বুকে স্বাক্ষর করেন।
