জাতীয় সংসদ নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর।
শনিবার (১ নভেম্বর) সকালে কুয়াকাটায় জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ প্রস্তুতি বিষয়ে স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
ইসি আনোয়ারুল বলেন, ‘আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। মাঠপর্যায়ের কর্মকর্তাদের শক্তি বাড়ানো হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীও প্রস্তুত রয়েছে।’
তিনি আরও বলেন, ‘জাতীয় নির্বাচনে মাঠপর্যায়ে কেউ অসদাচরণ করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রিজাইডিং অফিসারসহ সংশ্লিষ্টদের দায়িত্ব পালনে আরও দক্ষ ও জবাবদিহিমূলক করার উদ্যোগ নেওয়া হয়েছে।’
আনোয়ারুল ইসলাম জানান, রিটার্নিং কর্মকর্তাদের ক্ষমতা বাড়ানো হয়েছে। তারা চাইলে কোনো আসনের ভোটগ্রহণ স্থগিত রাখতে পারবেন। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান তিনি।
