জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি নির্বাচন বিলম্বের একটি প্রয়াস বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন,‘আরপিও সংশোধন করে জাতীয় নির্বাচনের দিন গণভোট করা যেতে পারে—এমন দাবি আসছে। কিন্তু এসব দাবির মাধ্যমে নির্বাচনের প্রক্রিয়াকে বিলম্বিত করার চেষ্টা চলছে।’
সোমবার (৬ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে নাগরিক যুব ঐক্য আয়োজিত ‘আগামী নির্বাচন গ্রহণযোগ্য করার চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন।
সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘বিভিন্ন অযৌক্তিক দাবি তুলে যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করাই এখন সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’
আওয়ামী লীগ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য যদি শক্তিশালী হয়, তাহলে ভবিষ্যতে কোনো ফ্যাসিবাদী শক্তির উৎপাত বা উৎপাদন কোনোটাই সম্ভব হবে না।’
রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে সালাহউদ্দিন আহমেদ বলেন,‘আওয়ামী লীগ যখন জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করেছিল, তখন বিএনপি-ই প্রথম প্রতিবাদ জানিয়েছিল। এখনও নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ হলে বিএনপি তা মেনে নেবে না।’
ম্যাংগোটিভি/আরএইচ

