চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। শনিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন উথুলী গ্রামের মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে-আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)। সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদুর মাহমুদ রবিন জানান, দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন হাসপাতালে আনার আগেই মারা যান, আর একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস জানান, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধের জের ধরে সকালে একটি মাঠের মধ্যে তারা নিহত হন। পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালাচ্ছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Share.
Exit mobile version