বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার সিদ্ধান্ত এখন সম্পূর্ণ নির্ভর করছে মেডিকেল বোর্ডের চূড়ান্ত মতের ওপর। বোর্ড ‘সেফ টু ফ্লাই’ সার্টিফাই করলেই তাকে দ্রুত লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের তিনি এসব তথ্য জানান।

ডা. জাহিদ বলেন, সব ধরনের প্রস্তুতি সম্পন্ন আছে। চিকিৎসা ও নিরাপত্তা-এই দুই দিকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। মেডিকেল বোর্ড অনুমতি দিলেই তাকে বিদেশে নেওয়া হবে। তিনি জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে লন্ডনে থাকা তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। বিএনপিও চিকিৎসকদের সিদ্ধান্তকে ‘ফাইনাল অথরিটি’ হিসেবে বিবেচনা করছে।

মেডিকেল বোর্ডের প্রশংসা করে তিনি বলেন, গত ছয় বছর ধরে বোর্ড অত্যন্ত পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছে। তাদের পরামর্শ অনুযায়ী খালেদা জিয়ার চিকিৎসা চলছে।

সোশ্যাল মিডিয়ায় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে ছড়িয়ে পড়া গুজবের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ডা. জাহিদ বলেন, ‘অনেক কিছু দেখার সময় পাই না। তবুও অনুরোধ করছি-কেউ গুজব ছড়াবেন না, বিভ্রান্ত হবেন না। সবাই দোয়া করবেন—আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থতা দান করেন।’

বিদেশযাত্রার প্রস্তুতি সম্পর্কে তিনি বলেন, প্রয়োজনীয় কাগজপত্র, লজিস্টিক ও চিকিৎসাসংক্রান্ত ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে। এ বিষয়ে কাতার সরকার ও অন্তর্বর্তী সরকার সহযোগিতা করছে বলেও জানান তিনি।

খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আশাবাদ ব্যক্ত করে ডা. জাহিদ বলেন, ‘এর আগেও তিনি আরও জটিল পরিস্থিতিতে ছিলেন—আল্লাহর রহমতে সুস্থ হয়েছেন। এবারও আমরা আশাবাদী, ইনশাআল্লাহ তিনি সুস্থ হয়ে উঠবেন।’

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version