রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। দুই ঘণ্টায় ২১ শতাংশ ভোট কাস্ট হয়েছে। এদিকে নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে ৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোটগ্রহণ শুরুর পর বিশ্ববিদ্যালয় এলাকা ও আশপাশের নিরাপত্তা নিশ্চিতে পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে।
দীর্ঘ ৩৫ বছর পর আজ সকাল ৯টা থেকে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে রাকসু নির্বাচনের ভোটগ্রহণ, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। সকাল থেকেই শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ভোট দিতে কেন্দ্রে উপস্থিত হচ্ছেন।
এবার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে মোট ভোটার ২৮ হাজার ৯০১ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ জন এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসুতে মোট ২৩টি পদে ২৪৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিশ্ববিদ্যালয়ের ১৭টি হলে ছাত্র সংসদের ২৫৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৬০১ জন প্রার্থী। এর মধ্যে ছেলেদের ১১টি হলের প্রার্থী ৪৬০ জন এবং ছয়টি নারী হলের প্রার্থী ১৪১ জন।
ভোটগ্রহণ শেষে ১৭ ঘণ্টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে।
ম্যাংগোটিভি/আরএইচ

