দেশের প্রধান সমুদ্রবন্দরের টার্মিনাল বা স্থাপনার মালিকানা কোনো বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এ বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ পরিবেশনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে সংস্থাটি।
রোববার (২৬ অক্টোবর) বন্দর কর্তৃপক্ষের সচিব কর্তৃক স্বাক্ষরিত বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়-চট্টগ্রাম বন্দরের সব টার্মিনাল, জেটি, ইয়ার্ড ও অন্যান্য স্থাপনার একক মালিকানা চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের হাতে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। বিদেশিদের শুধু লাইসেন্স ভিত্তিতে অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার প্রক্রিয়া চলছে; মালিকানা হস্তান্তরের কোনো পরিকল্পনা নেই।
বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে আরও বলা হয়েছে, সম্প্রতি কিছু গণমাধ্যমে বন্দরের টার্মিনাল পরিচালনা বিষয়ে ভিত্তিহীন, মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রকাশ করা হচ্ছে। এসব সংবাদ বন্দর ব্যবহারকারী ও সাধারণ মানুষের মাঝে ভুল বোঝাবুঝি তৈরি করছে-যা জাতীয় অর্থনীতির জন্য নেতিবাচক।
বন্দর কর্তৃপক্ষ বলেছে, অবাস্তব বা অনির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ বন্দর পরিবেশে অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের অর্থনীতির প্রধান চালিকাশক্তি চট্টগ্রাম বন্দরের অগ্রযাত্রা অব্যাহত রাখতে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানানো হয়েছে।
এ বিষয়ে বন্দরের চিফ পারসোনাল অফিসার মো. নাসির উদ্দিন নিশ্চিত করেছেন যে-সরকার বা বন্দর কর্তৃপক্ষ কখনোই বিদেশি প্রতিষ্ঠানের কাছে মালিকানা হস্তান্তরের সিদ্ধান্ত নেয়নি।
ম্যাংগোটিভি/আরএইচ

