চট্টগ্রামের কর্ণফুলীতে নিষিদ্ধঘোষিত দলের কর্মী বা সন্দেহভাজন সন্ত্রাসীদের বাসা ভাড়া না দেওয়ার আহ্বান জানিয়ে পুলিশের মাইকিং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মইজ্জারটেক এলাকায় একটি অটোরিকশা থেকে এ মাইকিং করতে দেখা যায়।

মাইকিংয়ে বলা হয়, কর্ণফুলী থানা এলাকায় নতুন ভাড়াটিয়া, বিশেষ করে ব্যাচেলার যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য কাগজপত্র থানায় জমা দিতে হবে। এনআইডি ছাড়া কাউকে বাসা ভাড়া দেওয়া যাবে না। কোনো নিষিদ্ধ দলের লোকজন বাসা ভাড়া নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে বাড়িওয়ালাকেও দায় নিতে হবে।

এ নিয়ে একটি ভিডিও সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দেয়। ভিডিওতে শোনা যায়, কোনো নিষিদ্ধ ঘোষিত দলের লোকজনকে বাসা ভাড়া দেওয়া যাবে না। তারা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে মালিককেও সহযোগী হিসেবে গ্রেপ্তার করা হবে।

তবে কর্ণফুলী থানার ওসি মুহাম্মদ শরীফ বলেন, ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ অনেক আগে থেকেই চলছে, তবে এবার তা আরও জোরদার করা হচ্ছে। মূলত বাড়ির মালিকদের নিরাপত্তার স্বার্থেই ভাড়াটিয়াদের বিস্তারিত তথ্য রাখা প্রয়োজন। তিনি দাবি করেন, মাইকিং ভিডিওতে নির্দেশনা ভুলভাবে প্রচার করা হয়েছে।

ওসি বলেন, বাড়ির মালিকরা অনেক সময় অজান্তেই অপরাধীদের বাসা ভাড়া দেন। পরে তারা অপরাধ করে পালিয়ে যায়। এতে মালিকরাও সমস্যায় পড়েন। এজন্য ভাড়াটিয়ার এনআইডির ফটোকপি জমা রাখা বাধ্যতামূলক করা হয়েছে।

Share.
Exit mobile version