দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম টেক ও লাইফস্টাইল রিটেইলার গ্যাজেট অ্যান্ড গিয়ার বাংলাদেশে স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে নিযুক্ত হয়েছে। এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকরা স্টারলিংকের যুগান্তকারী স্যাটেলাইট ইন্টারনেট সলিউশন সরাসরি গ্যাজেট অ্যান্ড গিয়ারের সব আউটলেট এবং অফিসিয়াল ওয়েবসাইট www.gadgetandgear.com থেকে কিনতে পারবেন।
স্পেসএক্সের তৈরি স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সেবা প্রত্যন্ত ও অনুন্নত এলাকাতেও দ্রুত গতির, কম বিলম্বের সংযোগ সরবরাহ করে। গ্যাজেট অ্যান্ড গিয়ার এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের গ্রাহক, ব্যবসা ও প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্বমানের প্রযুক্তি পৌঁছে দেওয়ার লক্ষ্যে আরও এগিয়ে যাচ্ছে।
গ্যাজেট অ্যান্ড গিয়ারের হেড অব মার্কেটিং মো. ইরফানুল হক খান বলেন, স্টারলিংকের অনুমোদিত রিসেলার হিসেবে আমরা দেশের সব অঞ্চলে ইন্টারনেট ঘাটতি কমিয়ে মানুষের এবং প্রতিষ্ঠানের জন্য নির্ভরযোগ্য সংযোগ সরবরাহ করতে সক্ষম হব।
গ্রাহকরা স্টারলিংকের নিম্নলিখিত কিটগুলি গ্যাজেট অ্যান্ড গিয়ার থেকে কিনতে পারবেন:
স্টারলিংক মিনি কিট – ট্রাভেল ও মোবাইল ব্যবহারকারীদের জন্য, দাম ২৬,৫০০ টাকা।
স্টারলিংক স্ট্যান্ডার্ড কিট – বাড়ি ও এসএমই ব্যবসার জন্য, দাম ৪৯,৫০০ টাকা।
স্টারলিংক ফ্ল্যাট হাই-পারফরমেন্স কিট – উচ্চগতির ও স্থিতিশীল ইন্টারনেট প্রয়োজনীয়দের জন্য, দাম ১,৮৫,০০০ টাকা।
ম্যাংগোটিভি/ আরএইচ
