সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, গুম কমিশনের প্রতিটি সদস্যের প্রতি এই জাতি চিরঋণী থাকবে।
শুক্রবার (১০ অক্টোবর) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই মন্তব্য করেন।
পোস্টে ফারুকী লিখেছেন, গুম কমিশনের সদস্যরা অত্যন্ত নিষ্ঠা ও সাহসিকতার সঙ্গে কাজ করেছেন এবং বর্তমান সরকারের সময় সংঘটিত গুমের ঘটনাগুলোর গভীর ইতিহাস উন্মোচন করেছেন। তিনি প্রশ্ন রাখেন, এই চিত্র দেখার পরও কি কেউ ভাবতে পারেন যে আওয়ামী লীগ একটি সাধারণ রাজনৈতিক দল হিসেবে কাজ করেছে?
তিনি আরও লেখেন, কিছু মানুষ আওয়ামী লীগকে তার “অধিকার” ফিরিয়ে দেওয়ার কথা বলেন। এ প্রসঙ্গে ফারুকী প্রশ্ন তোলেন, ‘কোন অধিকার? গুম করার? খুন করার? লুটপাটের? ভোট ছাড়া অনির্দিষ্টকালের জন্য ক্ষমতায় থাকার? তথাকথিত ‘লাইলাতুল ইলেকশন’ আয়োজনের? নাকি দেশের সার্বভৌমত্বের সঙ্গে আপস করার অধিকার?’

