আগামী জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে গণভোট অধ্যাদেশ অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার (২৫ নভেম্বর) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত এক উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠকে গৃহীত সিদ্ধান্ত ও অধ্যাদেশের বিস্তারিত তথ্য বিকেল ৪টায় ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তুলে ধরবেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস গত ১৩ নভেম্বর জাতির উদ্দেশে ভাষণে জানান, আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের দিনই অনুষ্ঠিত হবে গণভোট। ভোটাররা জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ–২০২৫ এবং জুলাই জাতীয় সনদে অন্তর্ভুক্ত সংবিধান সংস্কারের চারটি প্রস্তাবের ওপর একক প্রশ্নে ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।

এদিকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ২২ নভেম্বর এক কর্মশালায় বলেন, সরকার থেকে নির্বাচন ও গণভোট আয়োজনে আনুষ্ঠানিক চিঠি পাওয়া গেছে। আইন পাস হলেই নির্বাচন কমিশন গণভোটের প্রস্তুতি শুরু করবে।

এরই মধ্যে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দল জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version