বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, একটি রাজনৈতিক দলের আবদার মেটাতে কথিত গণভোটে রাষ্ট্রকে প্রায় তিন হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। অথচ একই সময়ে আলুর ন্যায্যমূল্য না পেয়ে কৃষকরা বিপাকে পড়েছেন। তাই কৃষকদের কাছে গণভোটের চেয়ে আলুর ন্যায্যমূল্য পাওয়াটাই বেশি গুরুত্বপূর্ণ।

বুধবার (১২ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘এ বছর আলুর উৎপাদন খরচ ও সংরক্ষণ ব্যয়সহ প্রতি কেজিতে খরচ পড়ছে ২৫ থেকে ২৭ টাকা। অথচ চাষীরা এখন অর্ধেক দামেও আলু বিক্রি করতে পারছেন না। এতে কৃষকদের প্রায় তিন হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে।’

অন্তর্বর্তী সরকারকে দুর্বল ভেবে কেউ যেন নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা না করে, সে বিষয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বিএনপি নেতা বলেন, ‘জাতীয় ঐক্যই আমাদের শক্তি, বিভাজন আমাদের দুর্বলতা। জনগণের দ্বারা বিএনপির বিজয় ঠেকাতে অপকৌশল গ্রহণ করলে তা শেষ পর্যন্ত বিপর্যয় ডেকে আনবে।’

তিনি আরও বলেন, ‘কিছু রাজনৈতিক দল অন্তর্বর্তী সরকারের দুর্বলতার সুযোগ নিয়ে গণতন্ত্রকামী জনগণের অধিকার প্রতিষ্ঠার বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। তাদের উদ্দেশে বলব, হুমকি-ধমকি না দিয়ে আগামী ফেব্রুয়ারিতে জনগণের মুখোমুখি হোন।’

সভায় লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ তারেক রহমানকে উদ্দেশ করে বলেন, ‘আপনার আব্বা-আম্মা যেখানে শেষ করেছেন, আপনি সেখান থেকে শুরু করুন। আমরা সহযোগিতা করব।’

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আবদুল মঈন খানসহ ২০-দলীয় জোটের বিভিন্ন নেতারা।

Share.
Exit mobile version