গণপূর্ত অধিদপ্তর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন পদে মোট ৬৬৯ জনকে সরাসরি নিয়োগ দেওয়া হবে। আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ অক্টোবর থেকে।
শূন্যপদ ও যোগ্যতা
স্টেনোটাইপিস্ট কাম কম্পিউটার অপারেটর (গ্রেড–১৪): ২৯ জন। স্নাতক বা সমমান, কম্পিউটার দক্ষতা ও টাইপিংয়ে নির্দিষ্ট গতি থাকতে হবে। বেতন: ১০,২০০–২৪,৬৮০ টাকা।
নকশাকার (গ্রেড–১৫): ৪১ জন। এসএসসি পাশসহ ড্রাফটিং সনদ। অভিজ্ঞদের অগ্রাধিকার। বেতন: ৯,৭০০–২৩,৪৯০ টাকা।
কার্যসহকারী (গ্রেড–১৬): ১৪৪ জন। এইচএসসি বা সমমান এবং পাঁচ বছরের অভিজ্ঞতা। বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড–১৬): ৭৬ জন। স্নাতক বা সমমান, কম্পিউটার দক্ষতা। বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
হিসাব সহকারী (গ্রেড–১৬): ১১৯ জন। বাণিজ্যসহ এইচএসসি। বেতন: ৯,৩০০–২২,৪৯০ টাকা।
অফিস সহায়ক (গ্রেড–২০): ১৬১ জন। এসএসসি বা সমমান। বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
নিরাপত্তা প্রহরী (গ্রেড–২০): ৮১ জন। অষ্টম শ্রেণি পাস ও শারীরিক যোগ্যতা। বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
মালি (গ্রেড–২০): ১৮ জন। অষ্টম শ্রেণি পাস ও বাগানের কাজে ৩ বছরের অভিজ্ঞতা। বেতন: ৮,২৫০–২০,০১০ টাকা।
আবেদনের নিয়ম
আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা ও সার্ভিস চার্জ ৪ টাকা অনলাইনে জমা দিতে হবে। অনলাইনে ফরম পূরণ এবং প্রয়োজনীয় সনদপত্রের কপি আপলোড করতে হবে। http://recruitment.pwd.gov.bd/apply

