বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বগুড়া শহর যুবদলের সভাপতি আহসান হাবীব মমি শুভেচ্ছা ও বাণী দিয়েছেন। তিনি শহর যুবদলের পক্ষ থেকে দলটির প্রতিটি ত্যাগী, সংগ্রামী ও আদর্শনিষ্ঠ নেতাকর্মীকে অভিনন্দন জানিয়ে বলেন-যুবদল কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণ প্রজন্মের ন্যায্য অধিকার আদায়ের আন্দোলনের প্রতীক।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে যুবদল প্রতিষ্ঠিত হয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার নিয়ে। সময়ের পরিক্রমায় যুবদল এখন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম নেতৃত্বদানকারী শক্তিতে পরিণত হয়েছে।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে আহসান হাবীব মমি বলেন, বাংলাদেশ আজ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গণতন্ত্র, ভোটাধিকার, বাকস্বাধীনতা ও আইনের শাসন হুমকির মুখে। এই সংকটময় সময় তরুণদের ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তিনি বলেন, ‘যুবদলের প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য ছিল দেশের তরুণ সমাজকে সংগঠিত করে জাতির উন্নয়ন ও গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ভূমিকা রাখা। আজ সেই লক্ষ্য পূরণে আমরা নতুন উদ্যমে কাজ করছি। দেশের প্রতিটি জেলা-উপজেলা ও ওয়ার্ডে যুবদলের কর্মীরা জনগণের পাশে আছে—আন্দোলনে যেমন অগ্রণী, তেমনি মানবিক কার্যক্রমেও এগিয়ে।’
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, আপোষহীন দেশনেত্রী আজ বন্দীদশা থেকে মুক্ত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রবাসে থেকেও দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছেন। তাদের নেতৃত্বেই স্বৈরাচারী শাসনের অবসান ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লড়াই চলছে।
সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশে আহসান হাবীব মমি বলেন, যুবদল হবে সত্য ও ন্যায়ের শক্তি। দেশের প্রতিটি অন্যায়ের বিরুদ্ধে অগ্রভাগে থাকার পাশাপাশি জনগণের ভালোবাসা অর্জনের মাধ্যমে নতুন প্রজন্মের হৃদয়ে বিএনপি ও যুবদলের আদর্শ পৌঁছে দিতে হবে।
বাণীর শেষে তিনি বগুড়ার প্রতিটি তরুণকে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সামনের কাতারে থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন আমরা ঐক্যবদ্ধ হই—শহীদ জিয়ার আদর্শে, দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি স্বাধীন, গণতান্ত্রিক ও সুষ্ঠু ভোটের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ হই।’

