মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সাংবাদিক জামাল খাশোগির হত্যাকাণ্ড সম্পর্কে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস) কিছুই জানতেন না। ২০১৮ সালের আলোচিত এই ঘটনাটি নিয়ে হোয়াইট হাউসে সফররত যুবরাজের পাশে বসে তিনি এ মন্তব্য করেন।

ট্রাম্প বলেন, আপনি যার কথা বলছেন, তাকে অনেকেই পছন্দ করতেন না। তবে পছন্দ করুন বা না করুন-ঘটনাটি ঘটেছে। কিন্তু মোহাম্মদ বিন সালমান এ বিষয়ে কিছুই জানতেন না। এটুকুই।

এক প্রশ্নের উত্তরে তিনি সাংবাদিককে লক্ষ্য করে মন্তব্য করেন যে-প্রশ্নটি অতিথিকে বিব্রত করার উদ্দেশ্যে করা হয়েছে। একই সঙ্গে যুবরাজের মানবাধিকার রেকর্ডেরও প্রশংসা করেন ট্রাম্প, যদিও বিস্তারিত কিছু জানাননি।

এদিকে যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেন, খাশোগির মৃত্যুর ঘটনা তার জন্য অত্যন্ত বেদনাদায়ক ছিল। তিনি দাবি করেন, ‘আমরা সঠিক তদন্তের সব ধাপ অনুসরণ করেছি। আমাদের ব্যবস্থাও উন্নত করেছি, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে।’

সাংবাদিক জামাল খাশোগি ২০১৮ সালের অক্টোবরে তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটের ভেতরে নিহত হন। আন্তর্জাতিক অঙ্গনে এই হত্যাকাণ্ড নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা দেখা দেয়।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version