বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, খালেদা জিয়ার শাসনামলে যারা মন্ত্রী ছিলেন, তারা জানতেন তিনি দুর্নীতিকে কখনোই সমর্থন করেন না। বিষয়টি আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কিট হাউস ময়দানে আয়োজিত এক জনসভায় তিনি এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ‘একটি দল বলছে বিএনপি দুর্নীতি করেছে। ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত তাদের দুজন মন্ত্রী ছিল। যদি সত্যিই দুর্নীতি হতো, তাহলে তারা কেন তখন পদত্যাগ করে চলে আসেননি? কারণ তারা জানতেন, খালেদা জিয়া কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেননি। যারা এখন এসব বলছে, তারা আসলে নিজেদের বিরুদ্ধেই কথা বলছে।’

তিনি বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে যাচ্ছে। জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাতে এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য ভোটের অধিকার অপরিহার্য।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘এই এলাকায় দীর্ঘদিন ধরে নানা সমস্যা রয়েছে। কিন্তু ভোটে নির্বাচিত সরকার না থাকায় সেসব সমস্যার সমাধান হয়নি। ডামি নির্বাচনের কারণে জনগণের কথা শোনার মতো কেউ ছিল না।’

নারীদের প্রসঙ্গে তারেক রহমান বলেন, দেশের অর্ধেকের বেশি জনগোষ্ঠী নারী। তাদের পেছনে রেখে কোনো উন্নয়ন সম্ভব নয়। এ জন্য ফ্যামিলি কার্ড চালুর কথা বলেন তিনি, যাতে পরিবারগুলো কিছুটা হলেও উপকৃত হয়। পাশাপাশি কৃষকদের জন্য কৃষক কার্ডের মাধ্যমে সার ও কীটনাশক সরবরাহের পরিকল্পনার কথাও তুলে ধরেন।

তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে খাল খননসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করা হবে। “আমি আপনাদের সঙ্গেই থাকব,’-বলেন তিনি।

জনসভায় ময়মনসিংহ বিভাগের চার জেলার ধানের শীষ প্রতীকের ২৪ জন প্রার্থীকে পরিচয় করিয়ে দিয়ে তারেক রহমান বলেন, তাদের নির্বাচিত করতে পারলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি ভোটারদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান।

ভোটের দিন ভোটকেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভোট দিয়ে কেন্দ্র ছেড়ে চলে আসলে হবে না। কেউ যেন ভোট লুট করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।’

নির্বাচনি জনসভায় তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। সমাবেশে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠায় দলটির কর্মসূচি তুলে ধরেন।

সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version