বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আবেগঘন একটি পোস্ট দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শনিবার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন এবং রাজনৈতিক প্রেক্ষাপট ঘিরে নানা মন্তব্য তুলে ধরেন।

পোস্টে আসিফ লেখেন, দেশের রাজনৈতিক ইতিহাসে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। তিনি দাবি করেন, সেই রাজনৈতিক ধারার ওপর ভিত্তি করেই দেশ এগিয়েছে। খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে তারেক রহমানকে ঘিরে প্রশ্ন তোলা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তিনি।

আসিফ লিখেন, খালেদা জিয়া জাতীয় ঐক্যের প্রতীক। ‘ফ্যাসিস্টদের’ ভয়-জুলুম সত্ত্বেও তিনি কখনও দেশ ছেড়ে যাননি-এমন মন্তব্যও করেন শিল্পী। তার ভাষায়, সারাদেশের মানুষ আন্তরিকভাবে তার সুস্থতা কামনা করছে।

তারেক রহমানকে ‘সবচেয়ে নির্যাতিত রাজনীতিক’ উল্লেখ করে আসিফ বলেন, ১/১১-র সময় তিনি নির্মম অত্যাচারের শিকার হয়েছিলেন। নিরাপত্তা ও ভূরাজনৈতিক পরিস্থিতি অনুকূলে এলে তিনি দেশে ফিরবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন শিল্পী।

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি আরও লেখেন, পুরো দেশ তার সুস্থতার জন্য দোয়া করছে। কিছু রাজনৈতিক গোষ্ঠীর অপপ্রচারে আবেগে ভেসে না যাওয়ার আহ্বানও জানান তিনি।

ম্যাংগোটিভি / আরএইচ

Share.
Exit mobile version