আগামী জাতীয় নির্বাচনে জনগণ ভোট দিলে ক্ষমতায় গিয়ে ইমাম-খতিবদের জন্য স্থায়ী সম্মানী ভাতার ব্যবস্থা করার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, আলেমরা সমাজ সংস্কারক। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেমের সমর্থন চাই।

রোববার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত সম্মিলিত ইমাম-খতিব জাতীয় সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই প্রতিশ্রুতি দেন।

তারেক রহমান বলেন, দেশের ধর্মীয় ও সামাজিক অগ্রগতিতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আগামী নির্বাচনে ইমাম-খতিবসহ সব আলেম-ওলামার সমর্থন আমরা চাই।

তিনি দাবি করেন, বিএনপি সবসময় ইসলামবিরোধী অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার ছিল এবং ইসলামের মৌলিক বিষয় নিয়ে কখনো আপস করেনি। স্বাধীনতা রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে ইমাম-খতিবদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, দাঈ শায়খ আহমাদুল্লাহসহ বিভিন্ন ইসলামী দলের নেতারা বক্তব্য দেন।

Share.
Exit mobile version