যশোর কারাগারে বন্দি সাবেক ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় তাকে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়-আমি সবসময় ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে ছিলাম। এখন কৃষি সংক্রান্ত বিষয় ছাড়া অন্য কোনো বিষয়ে কথা বলবো না।
রোববার (২৫ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় কৃষি খাতের অগ্রগতি তুলে ধরে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, গত বছরের তুলনায় চলতি বছর দেশে বিভিন্ন খাদ্যশস্যের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর মধ্যে ধানের উৎপাদন বেড়েছে ৬ শতাংশ, আলু ১৪ শতাংশ এবং সরিষার উৎপাদন বেড়েছে ৮৬ শতাংশ। তিনি জানান, কৃষিপণ্য সংরক্ষণের সুবিধা বাড়াতে সরকার কোল্ড স্টোরেজের সংখ্যাও বৃদ্ধি করেছে।
ম্যাংগোটিভি /আরএইচ

