বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, দলটি এখনও কোনও নির্বাচনী জোটে যোগদানের সিদ্ধান্ত নেয়নি। আপাতত তারা জুলাই-সনদ অবিলম্বে বাস্তবায়নের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাওয়ার উপর জোর দিচ্ছে এবং এই আন্দোলন সফল হওয়ার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন তিনি।

সোমবার (৬ অক্টোবর) সকালে মুহাম্মাদপুরস্থ তার ব্যক্তিগত কার্যালয়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে হাটহাজারী মাদরাসার শাইখুল হাদীস আল্লামা আব্দুল আজিজ (রহ.)-এর সাহেবজাদা ও আমিরে হেফাজত আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরীর জামাতা মাওলানা হাবীবুল্লাহ খেলাফত মজলিসে যোগদানের অনুষ্ঠান উপলক্ষে মাওলানা মামুনুল এসব কথা বলেন। অনুষ্ঠানে দলের কেন্দ্রীয় নেতারা ও অন্যান্য উচ্চপদস্থ সদস্যরা উপস্থিত ছিলেন।

মাওলানা মামুনুল হক বলেন, সংগঠনের কোনো গুরুত্বপূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত সর্বোচ্চ সাংগঠনিক প্রক্রিয়া ধরে গৃহীত হবে। প্রথমে বিষয়টি ‘রাজনৈতিক সেল’-এ আলোচনা করা হবে, এরপর তা ‘কেন্দ্রীয় নির্বাহী কমিটি’ ও ‘কেন্দ্রীয় মজলিসে শূরা’-তে উপস্থাপন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মতামতও গ্রহণ করা হবে—এভাবে রাজনৈতিক পথ নির্ধারণ করা হবে, তিনি যোগ করেন।

তিনি তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে বলেন, জনগণের সঙ্গে মিশে তাদের ভাবনা ও মনোভাব বোঝা জরুরি। সংগঠনের সিদ্ধান্ত যেন জনগণের আহত প্রত্যাশা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়—এটি মাথায় রেখে কাজ করতে হবে।

এ সময় মাওলানায় মামুনুল হক সাম্প্রতিক ধর্মীয় ইস্যু নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালের মাধ্যমে পবিত্র কুরআন অবমাননার ঘটনাটি ধর্মপ্রাণ মুসলমান ও শান্তিকামী সব নাগরিককে ব্যথিত ও ক্ষুব্ধ করেছে। কুবুল্যত করে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ত্বরান্বিতভাবে ব্যবস্থা নিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কুকর্মে সাহস না করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা আব্দুস সোবহান, খেলাফত যুব মজলিসের সভাপতি ও পরিষদ-সদস্য জাকির হোসাইন সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ম্যাংগোটিভি/আরএইচ

Share.
Exit mobile version