বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, ‘আমি চা খাওয়ার দাওয়াত দিয়েছি, এটাও নাকি হুমকি হিসেবে দেখানো হচ্ছে। কোথায় কী হয়ে যায়-সব দোষ নাকি মির্জা আব্বাসেরই।’

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাজধানীর মালিবাগের গুলবাগ এলাকায় নির্বাচনি প্রচারণাকালে এসব কথা বলেন তিনি।

প্রতিপক্ষের উদ্দেশে মির্জা আব্বাস বলেন, ‘আমি কারও কথায় ভীত নই। যে যত কথাই বলুক, আমি কারও ফাঁদে পা দেব না। আমার ভোট আমি চাইব, অন্যরাও ভোট চাইবে-এটাই স্বাভাবিক। কিন্তু এলাকায় কী কাজ করেছেন, কী করবেন-সেটা জনগণের সামনে বলুন। পায়ে পাড়া দিয়ে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করবেন না।’

নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে তিনি মৌচাক মোড় হয়ে মালিবাগ মোড় ও রাজারবাগ পুলিশ গেট পর্যন্ত গণসংযোগ করেন। পরে ১১ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এক বিশাল নির্বাচনি মিছিলে নেতৃত্ব দেন।

সাবেক এই মন্ত্রী বলেন, ‘নির্বাচনের সময় কিছু অতিথি পাখি দেখা যায়, পরে আর খুঁজে পাওয়া যায় না। আমি ১৯৯১ সাল থেকে জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছি। কেউ বলতে পারবে না আমাকে পাওয়া যায়নি। আন্দোলন-সংগ্রামে এই এলাকার মানুষ সবসময় পাশে ছিল।’

তিনি আরও বলেন, ‘আমি বহুবার এমপি ছিলাম। কেউ আমার কাছে এসে খালি হাতে ফিরে গেছে—এমন কথা কেউ বলতে পারবে না। তবে যা পারবো না, তা কখনোই আশ্বাস দিইনি। আমি ফেরেশতা নই, কিন্তু কাউকে ক্ষতি করার জন্য মিথ্যা বলি না।’

চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘কেউ কেউ লাল কার্ড দেখানোর কথা বলছেন। অথচ চাঁদাবাজি করছে কারা, সেটা জনগণ জানে। ১২ তারিখে জনগণই তাদের লাল কার্ড দেখাবে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘দেশে এখন থেকেই অশান্ত পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। সবকিছুর দায় বিএনপির ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিএনপি বানের জলে ভেসে আসেনি। জনগণের শক্তিতেই বিএনপি রাজনীতি করে।’

ম্যাংগোটিভি /আরএইচ

Share.
Exit mobile version